নয়াদিল্লিঃ মুম্বইতে (Mumbai) এসেছে বর্ষা (Monsoon)। নাগাড়ে বৃষ্টিতে (Heavy Rain) জলমগ্ন মহারাষ্ট্রের Maharashtra) বেশকিছু এলাকা। আর এই পরস্থিতিতে শুকনো রাস্তায় দেখা গেল কুমির (Crocodile)। যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের উপকূলীয় রত্নাগিরি (Ratnagiri) জেলার চিপলুনের (chiplun)। প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় কুমিরটিকে। গাড়ি থামিয়ে দিতে বাধ্য হন রাস্তার মানুষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়োটি। রাস্তায় কুমির দেখে মাথায় হাত নেটিজেনদের। নিকটবর্তী শিব নদী থেকে কুমিরটি বেরিয়ে এসেছে বলে সন্দেহ করা হচ্ছে। রত্নাগিরি নোনা জল এবং ঘড়িয়াল কুমিরের জন্য পরিচিত। চিপলুন এবং রত্নাগিরি জেলার অন্যান্য জায়গায় গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে নদীর জলও বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রত্নাগিরি জেলায় বৃষ্টি চলবে ২ জুলাই পর্যন্ত।

দেখুন ভিডিয়ো

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)