গাজ়িয়াবাদে (Ghaziabad) প্রকাশ্যে ধরে পেটানো হল এক ব্যক্তিকে। রবিবার গাজ়িয়াবাদের এক বিলাসবহুল সোসাইটিতে জলের (Water) সমস্যা হচ্ছে বলে অভিযোগ জানাতে যান এক ব্যক্তি। ওই সোসাইটির যে কর্মীরা ছিলেন, তাঁদের কাছে অভিযোগ জানাতে গিয়েই বিপাকে পড়েন সংশ্লিষ্ট ব্যক্তি। শুধু বিপাক নয়, ওই ব্যক্তিকে ঘরে পেটানো হয়। বেধড়ক মারধর করা হয় প্রকাশ্যে। এমনই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। যে ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি অভিযোগ জানাতে গেলে, তাঁর সঙ্গে সোসাইটির কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এরপর ওই ব্যক্তিকে প্রথমে চূড়ান্ত হেনস্থা করা হয়। তারপর মারধর করেন সেখানকার কর্মীরা। গাজ়িয়াবেদের ওই ভিডিয়ো সামনে আসতেই তা নিয়ে চূড়ান্ত সমালোচনা শুরু হয়ে যায়। ওই ব্যক্তিকে কেন পেটানো হল, তা নিয়ে ইতিমধ্যেই জোর সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে।

দেখুন কীভাবে মারধর করা হল ওই ব্যক্তিকে...

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)