এক নাগাড়ে বৃষ্টির জেরে ভাসছে বেঙ্গালুরু (Bengaluru)। টানা বৃষ্টির জেরে কর্ণাটকের (Karnataka) রাজধানী শহরের মানুষ কার্যত জলবন্দি হয়ে পড়েন। বেঙ্গালুরুর পাশাপাশি মহারাষ্ট্রের (Maharashtra) একাধিক এলাকাতেও জোর কদমে বৃষ্টি শুরু হয়েছে। মহারাষ্ট্রের যে সমস্ত এলাকায় এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে অন্যতম ইয়াভাতমল। মহারাষ্ট্রের এই অঞ্চলে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, তাতে জলবন্দি বহু এলাকা। জলবন্দি এলাকার মানুষ এবার মৃতদেহ সৎকারের জন্য কার্যত জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যান। মৃতদেহ কাধে নিয়ে জল পেরিয়ে এগিয়ে যান বেশ কিছু মানুষ। মৃতদেহ নিয়ে জলের মধ্যে দিয়ে যখন মানুষ এগিয়ে যান ইয়াভাতমলে (Yavatmal), সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। দেখুন...
यवतमाळ : पुराच्या पाण्यातून खांद्यावर तिरडी घेऊन मृतदेहावर स्मशनात अंत्यसंस्कार.#yavatmal pic.twitter.com/nLRRtdElaS
— Maharashtra Times (@mataonline) September 8, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)