শিশুর (Child) জন্য খাবার নিতে ট্রেন থেকে নেমেছিলেন। ট্রেনের ভিতরে শিশুকে বসিয়ে রেখে প্ল্যাটফর্মে নামেন এক দম্পতি। খাবার নিয়ে উঠে যাবেন ট্রেনে (Train) তাঁরা আবার। এমন যখন ভাবছেন, সেই সময় হঠাৎ করে ট্রেন ছেড়ে দেয়। প্ল্য়াটফর্ম থেকে যখন ট্রেন চলতে শুরু করে, কী করবেন বুঝে উঠতে পারেননি ওই দম্পতি। তাঁরা একে অপরের দিকে হা করে তাকিয়ে থাকতে শুরু করেন। ওই দম্পতি এরপর হতভম্ব হয়ে ট্রেনের গার্ডের দিকে তাকান এবং সমস্যার কথা জানাতে শুরু করেন চটপট। গার্ডও তাঁদের অসহায়তার কথা বুঝতে পারেন এবং তিনি কোনওক্রমে ট্রেন থামিয়ে দেন। ফলে প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। মধ্যপ্রদেশের এমনই একটি ঘটনা সামনে আসতেই তা নিয়ে হইচই শুরু হয়ে যায়।

দেখুন প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলতে শুরু করলে কী করেন ওই অসহায় দম্পতি...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)