বন্দে ভারত ট্রেনের মধ্যে সিট নিয়ে যাত্রীদের মধ্যে হাতাহাতি। এক যাত্রীকে উত্তমমধ্যম পেটানোর অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক রাজীব সিংয়ের বিরুদ্ধে। ট্রেনের মধ্যে বিশৃঙ্খল কাণ্ড। দিল্লি-ভোপাল বন্দে ভারত ট্রেনে রাজ কিশোর নামে এক যাত্রীরকে মারধর করা হয়। জানা যাচ্ছে, তিনি জানলার পাশের সিটে বসেছিলেন। বিধায়ক ওই আসনটি তাঁকে ছেড়ে দেওয়ার জন্যে বলেন। কিন্তু বিধায়কের প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই যাত্রী। চোটে যান রাজীব। ট্রেনের জানলার পাসের সিটে বসা নিয়ে বচসা ক্রমে বাড়তে থাকে। এরপর ক্ষুব্ধ বিধায়ক তাঁর গুন্ডাদের ডেকে পাঠান বলে অভিযোগ। ট্রেনটি ঝাঁসি স্টেশনে ঢুকতেই ৫-৭ জন গুন্ডা উঠে পড়ে। সকলে মিলে রাজের উপর চড়াও জন। বেধড়ক মারধর করা হয় তাঁকে। ১৯ জুন দিল্লি-ভোপালগামী বন্দে ভারতের কাণ্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বন্দে ভারতেরে সিট বদল নিয়ে অশান্তি

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)