সমাজবাদী পার্টির নেতা অখিনেশ যাদবের পক্ষ থেকে ১২ সুড়ঙ্গ খননকারীকে সম্মানিত করা হল।শনিবার তাদের সম্মানিত করেন অখিলেশ যাদব। আটকে পড়া ৪১ জন শ্রমিককে বের করে আনতে টানেলে খোড়ার কাজ শুরু করেন এই খননকারীরা।
খননকারীদের প্রত্যেককে ১ লক্ষ করে টাকা এবং একটি করে শাল দেওয়া হয়।
এই বিষয়ে সমাজবাদী দলের প্রধান জানান, "আমার সহকর্মীদের অভিনন্দন জানাই, যে সমস্ত মানুষ সেখানে আটকে ছিলেন তারা বহু সমস্যার সম্মুখীন হয়েছেন। উদ্ধারকার্য ১৭ দিন ধরে চলেছিল। আমি বলতে চাই যারা অন্যের জীবন বাঁচিয়েছে তার কোন তুলনা নেই।এই মানুষগুলি নিজের জীবনের কথা চিন্তা না করে নিস্বার্থভাবে কাজ করেছে। "
যখন মেশিন কাজ করা বন্ধ করে দেয় তখন সুড়ঙ্গ খোঁড়ার মধ্যেই দিয়ে আটকে পড়া শ্রমিকদের বের করে আনার প্রয়াস শুরু হয়। এমনিতেই rat hole মাইনিং দেশে নিষিদ্ধ একটি কাজ বলে বিবেচিত। এই কাজের মাধ্যমে ছোট সুড়ঙ্গ খুঁড়ে তার মধ্যে দক্ষ কর্মচারী প্রবেশ করে কয়লা বা মাটি বের করে আনে।
এই ধরনের প্রথা খুব কষ্টকর এবং জীবনঘাতক হওয়ার কারণে ২০১৪ সালে এই প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে গ্রীণ ট্রাইবুনাল।
SP chief Akhilesh Yadav felicitates 12 rat miners involved in tunnel rescue
Read @ANI Story | https://t.co/qnhSbm614R#AkhileshYadav #tunnelrescue #SamajwadiParty #RatMiners pic.twitter.com/gMceoNzN3o
— ANI Digital (@ani_digital) December 9, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)