বেহাল অবস্থা উত্তরাখণ্ডের (Uttarakhand)। ভারী বৃষ্টির কারণে চলতি বছরে পুণ্যার্থীদের চারধাম যাত্রা বিগ্নিত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে নিত্য ঘটছে ভূমিধসের ঘটনা। যার কারণে গুরুত্বপূর্ণ সমস্ত রাস্তা অবরুদ্ধ করে দিতে হয়েছে। পাগল নালা এবং নন্দপ্রয়াগে বদ্রীনাথ জাতীয় মহাসড়ক ফের বন্ধ করে দেওয়া হল। পাহাড় থেকে পাথরের চাঁই খসে নীচে পড়ায় ওই রাস্তা দিয়ে মানুষ এবং যান চলাচল বিপজ্জনক হতে পারে। তাই ওই রাস্তা দিয়ে স্থানীয় কিংবা পর্যাটকদের যাতায়াত আপাতত বন্ধ রাখা হয়েছে। চলছে রাস্তা সারাইয়ের কাজ। শুক্রবারই উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে খাদগদেরায় অতিবৃষ্টির কারণে ভূমিধসের ফলে ধ্বংসস্তুপের নীচে আটকে পড়ে চার নেপালি শ্রমিকের মৃত্যু হয়েছে।
পাহাড় থেকে খসে পড়ছে পাথরের চাঁই...
Uttarakhand: Badrinath National Highway at Pagal Nala and Nandprayag is blocked due to heavy rainfall, stranding pilgrims and locals. The ongoing severe rain has caused repeated disruptions, affecting the Char Dham Yatra pic.twitter.com/HikwmzuS1y
— IANS (@ians_india) August 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)