গত সোমবার( ২ অক্টোবর) উত্তর প্রদেশে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক মহিলার ।মর্মান্তিক ঘটনাটি ধরা পড়েছে ২ অক্টোবর হাপুর রেলস্টেশনের নজরদারি ক্যামেরায়। ফুটেজে দেখা যায় ওই মহিলাকে প্ল্যাটফর্ম থেকে নেমে রেললাইনের ওপর হাঁটতে দেখা যায়। প্রথমে দেখে মনে হয় সে প্ল্যাটফর্মের উল্টো দিকে যাওয়ার জন্য ট্র্যাক অতিক্রম করছে। ট্রেন আসতে দেখে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকেরা তাকে ফিরে যাওয়ার জন্য চিৎকার করতে থাকে। কিন্তু সেই মহিলা স্টেশনের দিকে এগিয়ে আসা দ্রুতগামী ট্রেনের দিকে ছুটতে শুরু করেন। এরপর ট্রেনের সামনের ট্র্যাকে পড়ে যান ওই মহিলা। কর্মকর্তাদের মতে, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তার পরিচয় জানার চেষ্টা চলছে।
#Hapur रेलवे स्टेशन पर एक महिला ट्रैन के आते वक्त अचानक जाकर ट्रैक पर लेट गयी के ट्रैन से कटने से उसकी मौत हो गयी, महिला की खुदकुशी की जांच की जा रही है। स्टेशन का #CCTV सामने आया है। pic.twitter.com/G2005dQPWQ
— Lokesh Rai (@lokeshRlive) October 3, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)