Mahua Moitra Expelled: লোকসভায় পেশ করা এথিক্স কমিটির রিপোর্টেই সিলমোহর। লোকসভা থেকে বহিষ্কার করা হল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)-কে। অর্থের বিনিময়ে প্রশ্ন (cash for query) কাণ্ডে শেষ অবধি সাংসদ পদ খোয়ালেন মহুয়া। এদিন দুপুর ১২টায় লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টে মহুয়া বড় অন্যায় করেছেন বলে কঠোর শাস্তি হিসেবে সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়।  এর ফলে ২০১৯ সালে প্রথমবার লোকসভা ভোটে জেতা মহুয়া আর সাংসদ থাকলেন না। খালি হয়ে গেল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটিও।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানালেন,"কমিটির দেওয়া রিপোর্টকেই মান্যতা দেওয়া। কমিটি জানিয়েছে সাংসদ মহুয়া যা করেছেন তা অনৈতিক এবং অশালীন। ওনার আর সাংসদ হিসেবে কাজ করা ঠিক হবে না।"

দেখুন ভিডিয়ো

তাপস পালের পরিবর্তে ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে মহুয়াকে দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কল্যাণ চৌবে-কে প্রায় ৬৩ হাজার ভোটে হারিয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন তিনি। দারুণ ইংরেজি বলতে পারে মহুয়া সংসদে বিভিন্ন ইস্যুতে বিজেপিকে চাপে রাখতেন। আদানি ইস্যুতে রাহুল গান্ধীর পর সংসদে মহুয়াকেই সবচেয়ে বেশী সোচ্চার হতে দেখা গিয়েছিল।

মহুয়া ইস্য়ুতে একপক্ষ সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন।

দেখুন খবরটি

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)