খাবারের সন্ধানে বন্যপ্রাণীরা মাঝেমধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে। আর সেই বন্যপ্রানীটি যখন বাঘ কিংবা হাতি হয় তখন স্থানীয়দের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্কের সঞ্চার হয়। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রের (Maharashtra) বিভিন্ন এলাকায় চিতাবাঘের (Leopard) উৎপাত বেড়েছে। শুক্রবার রাতে থানে জেলার ভিওয়ান্ডির পড়ঘা এলাকায় একটি চিতার দেখা মেলে। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে ড্রেনের মধ্যে পড়ে যায় বাঘটি। বহু চেষ্টা করেও ড্রেন থেকে বের হতে পারেনি সে। এলাকায় বাঘ ঢুকেছে সেই ভয়ে একদিকে যেমন আঁতকে উঠছে স্থানীয়রা, অন্যদিকে আবার চিতা ড্রেনে আটকে পড়েছে জানতে পেরে ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসী। সেই খবর পৌঁছয় বন বিভাগে। বন দফতরের কর্মীরা সেখানে পৌঁছয়। শুরু হয় ড্রেন থেকে চিতা উদ্ধার অভিযান। প্রায় ৮ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে অবশেষ উদ্ধার করা গিয়েছে বাঘটিকে। তাকে পুনরায় জঙ্গলে ছেড়ে আসা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে  এলাকাবাসী। তবে এই ঘটনায় স্থানীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

উদ্ধারের পর চিতাবাঘটিকে নিয়ে যাওয়া হচ্ছে জঙ্গলে ছাড়ার জন্যে... 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)