পথকুকুরকে ধাক্কা দিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে অটো থেকে ছিটকে পড়ে মৃত্যু হল চালকের। সোমবার তেলঙ্গানার (Telangana) নালগোন্ডা জেলার কোন্ডামাল্লেপল্লী শহরে বেঘোরে প্রাণ হারালেন ওই ব্যক্তি। অটো চালকের মৃত্যুর মুহূর্ত ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়।
জানা যাচ্ছে, অটো চালিয়ে নিজের মুদির দোকানের জন্যে মালপত্র কিনতে যাচ্ছিলেন বছর ৫৫-র মেগাভাত থাভু। কোন্ডামাল্লেপল্লী শহরে রাস্তার মাঝে শুয়ে থাকা একটি কুকুরকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায় তাঁর অটো। অটোটি গিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। ছিটকে পড়ে মাথায় গুরুতর চোট পান চালকের আসনে থাকা থাভু। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা জানায়, অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
আরও পড়ুনঃ পর্যাপ্ত শ্মশানের অভাব সঙ্গে বৃষ্টি, প্লাস্টিকের চাঁদোয়ার তলায় পোড়ানো হচ্ছে দেহ
এও জানা যাচ্ছে, পক্ষাঘাতের কারণে থাভুর একটি হাত অকেজো হয়ে গিয়েছিল। ওই অবস্থাতেই সংসারে অতিরিক্ত আয়ের জন্যে মুদির দোকান চালানোর পাশাপাশি অটোও চালাতেন তিনি।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)