আয়াপ্পা স্বামীর (Ayyappan Devotees) পুজো সেরে ফেরার পথে তামিলনাড়ুর (Tamil Nadu)কোর্টালাম ঝরনায় স্নান করছেন তীর্থযাত্রীরা। এমনই একটি ভিডিয়ো এবার প্রকাশ্যে এল। থামিলনাড়ুর তেনকাসিতে যে কোর্টালাম ঝরনা রয়েছে, আয়াপ্পা স্বামীর মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে সেখানে স্নান করতে দেখা যায় পূণ্যার্থীদের। এক নাগাড়ে বৃষ্টির জেরে তেনকাসি জলপ্রপাত উপচে পড়তে শুরু করেছে। ফলে সেখানে সাধারণ মানুষের স্নান বন্ধ করা হয় প্রশাসনের তরফে। বেশ কয়েকদিন ধরে এই জলপ্রপাতে স্নান বন্ধ থাকার পর এবার পুলিশি পাহারায় সেখান স্নান করতে দেখা যায় পূণ্যার্থীদের। বছরের একটি নির্দিষ্ট সময়ে আয়াপ্পা স্বামীর পুজো করেন দক্ষিণ ভারতের মানুষজন। কঠোর নিয়ম মেনে নিষ্ঠাভরে তাঁরা এই পুজো করেন। আয়াপ্পা স্বামীর মন্দিরে পুজো দিয়ে ফেরার পথেই তামিলনাড়ুর এই তেনসাকি ঝরনায় স্নান করেন পূণ্যার্থীরা।
আয়াপ্পা স্বামীর পুজো দিয়ে ফেরার পথে পূণ্যার্থীরা...
Tamil Nadu: Due to heavy flooding at Courtallam Falls in Tenkasi district, a bathing ban for tourists was imposed. After 7 days, the ban was lifted, and tourists, including Lord Ayyappan devotees, have returned to bathe at the Main Falls pic.twitter.com/naSE0hnbem
— IANS (@ians_india) December 19, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)