তামিলনাড়ুতে (Tamil Nadu) ফের এক নাগাড়ে বৃষ্টি (Rain) শুরু হয়েছে। একটানা বৃষ্টির জেরে তামিলনাড়ুর দক্ষিণের ৪টি জেলা প্রায় জলের নীচে। তামিলনাড়ুর যে ৪ জেলায় এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, সেখানকার মানুষের সঙ্গে গোটা রাজ্যের প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন। খাবার নেই, জল নেই, বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত ওই সব এলাকায়।  হাজার প্রতিবন্ধকতার মাঝে সেখানকার মানুষ রয়েছেন। তামিলনাড়ু বিপর্যস্ত এলাকার মানুষকে উদ্ধার করতে কাজে নেমেছে বায়ুসেনা।  সেনা বাহিনীর কর্মীরাই উদ্ধার কাজ শুরু করেছেন। এমনই একটি ভিডিয়ো শেয়ার করেন বিজেপির অমিত মালব্য। যে ভিডিয়ো শেয়ার করে মালব্য দাবি করেন, তামিলনাড়ুর একাংশের মানুষ যখন জলের সঙ্গে লড়ছেন, তখন সেখানকার মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দিল্লিতে রয়েছেন ইন্ডিয়া জোটের বৈঠক উপলক্ষ্যে। স্ট্যালিনের কাছে তামিলনাড়ুর মানুষের জীবনের চেয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের গুরুত্ব বেশি বলেও কটাক্ষ করেন মালব্য।

দেখুন ভিডিয়ো...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)