বিশ্বকাপে ভারতের বাজি ছিলেন প্রতিশ্রুতিমান খেলোয়াড় গিল। কিন্তু প্রথম ম্যাচ শুরুর আগে থেকেই জ্বরে ভুগছিলেন । অবশেষে ডেঙ্গু টেস্ট রিপোর্ট পজিটিভ হওয়াতে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি ভারতীয় দলের এই ওপেনিং ব্যাটার। গতকাল প্লেটলেটের সংখ্যা অত্যন্ত কমে যাওয়ায় তাঁকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভরতি করা হয়েছে। সেক্ষেত্রে আগামীকাল (১১ অক্টোবর) দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলাও অনিশ্চিত হয়ে গেল তাঁর। আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও গিল খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দ আছে। এখনও সে বিষয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো হলেও গিলের না থাকার সম্ভাবনাই বেশি বলে সংশ্লিষ্ট মহলের মত।
গত কয়েকদিন ধরেই গিলের প্লেটলেটের সংখ্যা কম থাকছে। সেই পরিস্থিতিতে গিলকে বিমানে না ওঠার পরামর্শ দেন চিকিৎসকরা। তাই আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে দিল্লিতে যাননি গিল। বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাঁকে চেন্নাইয়ের হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানা গেছে।
ICYMI:
Gill hospitalised in Chennai, he is under the supervision of the BCCI medical team.https://t.co/fVoSalEEdN pic.twitter.com/eAWJRNWWQF— Cricbuzz (@cricbuzz) October 10, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)