তিরুমালা ঘাটের (Tirumala) রাস্তার উপর দিয়ে ঝড়ের গতিতে গাড়ি চালাতে (Reckless Driving) দেখা গেল বেশ কয়েকজন যুবককে। বৃষ্টির জেরে তিরুমালা ঘাটের রাস্তা যখন ভেজা অবস্থায় রয়েছে, সেই সময় সেখানে তীব্র গতিতে যেমন গাড়ি চালাতে দেখা যায় কয়েকজনকে, তেমনি গাড়ির মাথার উপর উঠতেও দেখা যায় তাঁদের। আশপাশ দিয়ে একের পর এক গাড়ি যখন বেরিয়ে যেতে শুরু করে, সেই সময় তাদের টপকে, এঁকেবেকে বাাহন নিয়ে যেতে দেখা যায় ৬ যুবককে। এমনই একটি ভয়াবহ ভিডিয়ো এবার সামনে আসে অন্ধ্রপ্রদেশের তিরুমালা ঘাট থেকে। বেপরোয়া গাড়ি চালিয়ে ওই রাস্তায় থাকা অন্য যাত্রীদের আতঙ্কগ্রস্থ করে তোলেন ওই ৬ যুবক। তিরুমালা ঘাটের রাস্তার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরপরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। গাড়ির দরজা খুলেও সেলফি তুলতে দেখা যায় ওই যুবকদের। ব্যস্ত এবং বিপদসঙ্কুল রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে পরপর ৬ যুবককে গ্রেফতার করে পুলিশ।

দেখুন তিরুমালা ঘাটের রাস্তায় কীভাবে বেপরোয়া গাড়ি চালায় ওই ৬ যুবক...

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)