সিদ্ধিদাতা গণেশ, আর তাঁর উৎসবের সপ্তাহেই মুখ থুবড়ে পড়েছিল স্টক মার্কেট। তিন ধরে সূচকের গতি ছিল নীচের দিকে। লক্ষ্মীবারেও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) প্রায় সব সেক্টরই ক্ষতির মুখে পড়েছে। তবে তিনদিনের ধাক্কা সামলে কিছুটা উঠেছে আজ সূচক।
আজ সকাল ৯.১৯ নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স বাড়ল ০.১৬ শতাংশ অথবা১০৫.৭৮ পয়েন্ট। ওই সময় আজ বম্বে স্টক এক্সচেঞ্জ ( BSE Sensex) দাঁড়িয়ে ছিল ৬৬৩৩৬.০২পয়েন্টে। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ওই সময় প্রায় ০.১৪ শতাংশ অথবা ২৮.৪০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পৌঁছয় ১৯৭৭০.৭৫-এ।
এ বিষয়ে জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস (Geojit Financial Services) -এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, "মার্কিন ফেডারেল রিজার্ভের অবস্থান বিশ্বজুড়ে ইকুইটি মার্কেটে নেতিবাচক মনোভাব তৈরি করেছে। এদিন ডলারের সূচক ১০৫.৫২-তে পৌঁছেছে। মার্কিন দশ বছরের বন্ডের বৃদ্ধির হার ৪.৫ শতাংশ। এদিকে দেশের ইকুইটি মার্কেটে বিক্রির প্রবণতা বাড়িয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা ১৬৯৩৪কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন।"
Indian stocks back in green after three straight day losses
Read @ANI Story | https://t.co/f6RJjLleYu#Sensex #Nifty #BSE #NSE #IndiaStocks pic.twitter.com/G8z8Ap0Wqu
— ANI Digital (@ani_digital) September 22, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)