আবগারি দুর্নীতি (Excise Policy Scam) মামলায় এখনও স্বস্তি মিলছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। বৃহস্পতিবার তাঁর জামিনের মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। এই মামলার শেষে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ান জানান আগামী মঙ্গলবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর এই মামলার রায় জানানো হবে। প্রসঙ্গত, দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিল সিবিআই। সেথানে হেফাজতের মেয়াদ ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। তারপরেই সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী। কিন্তু বৃহস্পতিবার সেই মামলার রায় স্থগিত রাখা হল।
Supreme Court reserves order on the plea filed by Delhi Chief Minister Arvind Kejriwal seeking bail in the CBI corruption case stemming from the alleged excise policy scam.
— ANI (@ANI) September 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)