চেন্নাই: বুধবার সকালে অফিস টাইম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়া (Social media) প্ল্যাটফর্ম টুইটারে অনেক টুইটারাট্টি তামিলনাড়ুর (Tamilnadu) রাজধানীতে চেন্নাইতে (Chennai) ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে বলে পোস্ট করে। এরপরই আতঙ্ক (panic) ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মনে। কিছু বাসিন্দা কম্পন হয়েছ বলে সমর্থন জানান অন্যদিকে অনেক কর্মচারী (employees) তাঁদের অফিস বিল্ডিং ছেড়ে ভয়ে রাস্তায় নেমে আসেন।
কেউ কেউ চেন্নাই শহরে চলা মেট্রো রেলের কাজের জন্য এই ঘটনা ঘটেছে বলে দাবি করলেও চেন্নাই মেট্রো রেল লিমিটেডের (Chennai Metro Rail Limited) পক্ষ থেকে এর জন্য তারা দায়ী নয় বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের এখন কোনও কাজ হচ্ছে না বলেও দাবি করেছে। এদিকে এই বিষয়ে কিছু জানায়নি জাতীয় ভূকম্পন দফতরও।
Little #Earthquake happened in Chennai pic.twitter.com/nDKpNcHOkR
— RAJA DK (@rajaduraikannan) February 22, 2023
Earthquake in Chennai?
— Sam (@Samtweeps) February 22, 2023
Tremors in Chennai?
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) February 22, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)