নয়াদিল্লিঃ রাম দরবার (Ram Darbar) তৈরির কাজ শেষ। আগামী ৫ জুন রাম মন্দিরের দ্বিতীয় প্রাণপ্রতিষ্ঠা ( Pran Pratishtha) আগামী ২ জুন থেকে শুরু হয়ে যাবে উদযাপন। সোমবার মঙ্গল কলশ যাত্রার মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠানের শুভসূচনা হতে চলেছে। এরপর রয়েছে একঝাঁক অনুষ্ঠান। ৫ জুন, সকাল ৬.৩০ মিনিটে শুরু হবে প্রাণ সঞ্চারের প্রক্রিয়া। দুপুর ১ টায় আরতির মাধ্যমে শেষ হবে সমস্ত আচার অনুষ্ঠান। বৈদিক রীতি মেনে প্রাণ প্রতিষ্ঠা হবে নলে জানা গিয়েছে। উল্লেখ্য,  গত বছর রাম মন্দির উদ্বোধন হলেও নির্মাণের কাজ সম্পন্ন হয়নি। এই মন্দিরের দ্বিতীয় তল অর্থাৎ রাম দরবারে রামের মূর্তি ব্বসানো হয়েছে। সেই মূর্তিরই প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ জানুয়ারি প্রথম অযোধ্যার রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়। অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেবার। প্রায় সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল সেই অনুষ্ঠান।

সেজে উঠেছে রাম দরবার, কবে মন্দিরের দ্বিতীয় প্রাণপ্রতিষ্ঠা? সামনে এল দিনক্ষণ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)