আজ (১৮ মে) উদ্ধোধন হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। যদিও তা শুরু হচ্ছে পুরী থেকেই। পুরী থেকে ছাড়ার পর সেটি আসবে হাওড়া স্টেশনে। রেলমন্ত্রক সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেনটির উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ ট্রেনটি পুরী থেকে ছাড়বে বলে জানা গিয়েছে এবং সেটি হাওড়া এসে পৌঁছবে রাত 8টা নাগাদ। তবে এই টাইমিং শুধুমাত্র উদ্বোধনী যাত্রার জন্য।
সাধারণ দিনে হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে সকাল ৬ টা বেজে ১০ মিনিটে। সেটি পুরী গিয়ে পৌঁছবে ওই দিনই দুপুরে ১২টা বেজে ৩৫ মিনিটে। আবার উলটো দিকে ফেরার পথে পুরী থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা বেজে ৫০ মিনিটে। সেটি হাওড়া এসে পৌঁছবে রাত ৮টা বেজে ৩০ মিনিটে।
ইতিমধ্যে পুরী-হাওড়া উদ্বোধনী বন্দে ভারত ট্রেনের সূচনা উপলক্ষে পুরী স্টেশনে হাজির হয়েছেন লোক শিল্পীরা। তারা তাদের শিল্পকলায় মুগ্ধ করছেন সকলকে। দেখুন সেই ছবি-
#WATCH | Folk artists perform at Odisha's Puri railway station to mark the launch of the inaugural Vande Bharat train from Puri to Howrah pic.twitter.com/rvN8Dg6V5u
— ANI (@ANI) May 18, 2023
পুরী-হাওড়া বন্দে ভারত ট্রেনের ভিতরের ছবি দেখুন এক ঝলকে-
#WATCH | Odisha to get first Vande Bharat train with PM Modi launching the express train between Puri and Howrah today pic.twitter.com/yoTtLq9X3O
— ANI (@ANI) May 18, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)