চণ্ডিগড়ের মেয়র নির্বাচনে অস্বচ্ছতা নিয়ে বিরোধীদের বড় প্রতিবাদের মাঝে ব্রেকিং নিউজ। পঞ্জাবের রাজ্যপাল ও কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডিগড়ের প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন বনওয়ারিলাল পুরোহিত (Banwarilal Purohit )। ২০১২ সালের ২৯ অগাস্ট পঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডিগড়ের প্রশাসক পদে বসেন বনওয়ারিলাল পুরোহিত। এর আগে তামিলনাড়ু ও অসমের প্রাক্তন রাজ্যপালের দায়িত্বে ছিলেন তিনি।
ব্যক্তিগত কারণে এবং অন্যান্য কিছু কাজে ব্যস্ত থাকবেন বলে তিনি পদত্যাগ করলেন বলে জানালেন বনওয়ারিলাল পুরোহিত। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বেশ কিছু বিষয়ে বিবাদে জড়িয়েছিলেন রাজ্যাপল বনওয়ারিলাল।
কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ১৯৯১ লোকসভা ভোটে অযোধ্যা থেকে দাঁড়িয়ে হারেন বনওয়ারিলাল। ১৯৯৬ লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন তিনি। এরপর আর কখনও ভোটে জিততে পারেননি তিনি। মাঝে একবার বিজেপি ছেড়ে নিজের দল গড়েছিলেন, পরে আবার বিজেপিতে ফেরেন। সক্রিয় রাজনীতি ছেড়ে ২০১৬ সালে অসমের রাজ্যপাল হন।
দেখুন খবরটি
Punjab Governor and Chandigarh Administrator Banwarilal Purohit resigns due to "personal reasons and certain other commitments." pic.twitter.com/0o05k6Hn6p
— ANI (@ANI) February 3, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)