নয়াদিল্লিঃ ভুয়ো বায়ুসেনা অফিসার (IAF Officer) সেজে দিনের পর দিন ঘুরে বেড়াতেন। এবার সন্দেহজনক কিছু আচরণ পুলিশের (Police) চোখে পড়তেই গ্রেফতার যুবক। ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার ভারতীয় বায়ুসেনার টিশার্ট সহ একাধিক জিনিস। ঘটনাটি ঘটেছে পুনেতে। ধৃত যুবকের নাম গৌরব কুমার। এলাকায় নিজেকে বায়ুসেনা অফিসার বলেই পরিচয় দিতেন তিনি। এই খবর উপর তলা পর্যন্ত পৌঁছয়তেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। খাড়কি থানার পুলিশের সঙ্গে মিলে ওই যুবকের উপর নজরদারি চালায় সেনা। এরপরই সন্দেহজনক কিছু লক্ষ্য করায় রবিবার রাতে গ্রেফতার করা হয় গৌরব নামে ওই যুবককে। তাঁর থেকে বায়ুসেনার টিশার্ট, টুপি-সহ একাধিক জিনিস উদ্ধার হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গৌরবের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৮ ধারায় মামলা রুজু করেছে খাড়কি থানার পুলিশ।

পুলিশের জালে ভুয়ো বায়ুসেনা অফিসার, কী ছক কষছিল ধৃত?

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)