নয়াদিল্লিঃ বর্তমানে বাজারে এসেছে ইলেক্ট্রিক স্কুটার( Electric Scooter) এবং গাড়ি(Car)। পেট্রোল(Petrol), ডিজেলে ছাড়া বিদ্যুতের সাহায্যে চলে এই গাড়ি। বর্তমানে অনেকেই এই গাড়ির দিকে ঝুঁকছেন। আর এ বার এমনই এক ই-স্কুটারে লাগল আগুন।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুনের(Pune) পদ্মাবতী চকে। স্কুটারের মালিক হঠাৎ লক্ষ্য করেম স্কুটারের ব্যাটারি থেকে আগুন বের হচ্ছে। এই ঘটনা দেখে কী করবেন তা বুঝে উঠতে পারছিলেন না তিনি। সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন গঙ্গাধাম ধমকল বাহিনীর এক আধিকারিক। তিনি এগিয়ে আসেন। অনেক কসরত করে আগুন নিয়ন্ত্রণে আনেন তিনি। বড় বিপদের হাত থেকে বাঁচলেও এই ঘটনা আস্তঙ্কের সৃষ্টি করেছে সাধারণ মানুষের মনে। কী কারণে আগুন লাগল তা যদিও জানা যায়নি এখনও।
আচমকা ই-স্কুটারের ব্যাটারিতে আগুন
Around 1:30 PM today, a vehicle caught fire at Padmavati Chowk. When the owner of the electric two-wheeler noticed the sudden battery fire, there was chaos and panic on the street.
At the same time, Fireman Mandar Santosh Nalawade, who was heading to Gangadham Fire Station for… pic.twitter.com/sUZfh5cSpe
— Pune Mirror (@ThePuneMirror) September 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)