এবারের নির্বাচনে (Lok Sabha Election 2024) খালিস্তান ইস্যু একটা বড় ফ্যাক্টর ছিল, তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে নাা। বিশেষ করে পঞ্জাবে কৃষক আন্দোলন এবং খালিস্তানীদের বাড়বারন্ত নিয়ে চিন্তায় ছিল কেন্দ্র। অবশেষে নির্বাচন সামনে আসতেই বোঝা গেল এবারে এই রাজ্যে বিশেষ দাগ কাটতে পারবে না গেরুয়া শিবির। অবশেষে হলও তাই, এই রাজ্যে মূলত আপ এবং কংগ্রেস এগিয়ে আছে। এমনকী কিছু কিছু আসনে নির্দল প্রার্থীরাও এগিয়ে রয়েছে। আর এই নির্দল প্রার্থীদের তালিকায় রয়েছে খালিস্তানিপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা। খাদুর শাহিব কেন্দ্র থেকে অমৃতপাল সিং এগিয়ে রয়েছেন, অন্যদিকে ফারিদকোট থেকে এগিয়ে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডে অভিযুক্ত বিনত সিংয়ের ছেলে সরবজিৎ সিং খালসা।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)