দু'দিনের ভারত সফরে গতকাল রাতে নতুন দিল্লি পৌঁছেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী মীণাক্ষী লেখি। প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসাবে তাঁর সঙ্গে রয়েছেন সিনিয়র আধিকারিক এবং বাণিজ্যিক প্রতিনিধি দল। নতুন দিল্লিতে নবম রাইসিনা সংলাপের অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মিৎসোটাকিস।এথেন্স ফেরার আগে মুম্বইও যাবেন তিনি। তবে তার আগে রাষ্ট্রপতি ভবনে তাঁদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার ও কথা আছে মিৎসোটাকিস এর। গ্রীসের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজেরও আয়োজন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের ভারতে তার প্রথম রাষ্ট্রীয় সফর পাশাপাশি ১৫ বছর পর গ্রিসের কোন রাষ্ট্রপ্রধান ভারত সফরে এসেছেন বলেও বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে। 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)