আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জয়ের জন্য ঝাঁপাচ্ছে সব পক্ষই। ভোটের পূর্বে তাই জোরকদমে চলছে প্রচার পর্ব। মহাজুতি জোটের হয়ে প্রধানমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ রাজ্যে তিনটি জনসভায় ভাষণ দেবেন। মহারাষ্ট্র বিজেপি সূত্রে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আজ ছত্রপতি সম্ভাজি নগর এবং পানভেলে-তে জনসভায় ভাষণ দিতে চলেছেন। এছাড়া মুম্বইয়ের ছত্রপতি শিবাজি পার্কের একটি সমাবেশেও ভাষণ দেবেন তিনি। সেই সভায় মহাযুতি জোটের সমস্ত বিশিষ্ট নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে৷ অন্যদিকে মহারাষ্ট্রের ধারাশিব, সোলাপুর এবং সাংলিতে জনসভায় ভাষণ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।
Campaigning intensifies for #MaharashtraAssemblyElections. Senior BJP leader and PM Narendra Modi will address 3 rallies in the state today. pic.twitter.com/i8ip9tdLiD
— All India Radio News (@airnewsalerts) November 14, 2024
পিছিয়ে নেই মহা আঘাদি জোটও , তাঁদের হয়ে লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আজ নন্দুরবার এবং নান্দেদে প্রচারে নামবেন।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইগতপুরি এবং পুনেতে প্রচার করবেন।এছাড়া এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার পুনের বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রায় প্রতিদিনই প্রচারে যাচ্ছেন। শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে ছত্রপতি সম্ভাজি নগর এবং অহল্যানগরে আজ তাঁর প্রচার করবেন। শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে রায়গড়ে করবেন তাঁর নির্বাচনী প্রচার করবেন।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)