জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনের প্রচার পর্ব চলছে। আগামী ১৮ সেপ্টেম্বর প্রথম পর্বে ২৪ টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। বিধানসভা নির্বাচনের প্রচারে আজ কাশ্মীরে গেছিলেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দিয়েছেন। বিরোধী দলগুলিকে নিশানা করে তাঁর বক্তব্যে তিনি দলগুলির স্বজনপ্রীতির অভিযোগ এনে বলেন যে জম্মু ও কাশ্মীর এখন উন্নয়নের নতুন গল্প লিখছে।ডোডায় জড়ো হওয়া এই ভিড় স্পষ্টই প্রমাণ করে যে গণতন্ত্র এখানকার মানুষের শিরা শিরায় রয়েছে। বিজেপিকে আশীর্বাদ করতে আসা সমস্ত পরিবারের সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা।
नया जम्मू-कश्मीर विकास की नई गाथा लिख रहा है। डोडा में उमड़ा ये जनसमूह साफ बता रहा है कि लोकतंत्र यहां के लोगों की रगों में है। भाजपा को आशीर्वाद देने आए सभी परिवारजनों को मेरा कोटि-कोटि प्रणाम। https://t.co/Dyk2ntG6vG
— Narendra Modi (@narendramodi) September 14, 2024
হরিয়ানায় ৯০ সদস্যের বিধানসভার জন্য ভোট হবে ৫ অক্টোবর। সেখানেও এক দফা বিধানসভা ভোটের জন্য নির্বাচনী প্রচারও ইতিমধ্যেই গতি পেয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই হরিয়ানায় দলের প্রচার শুরু করবেন। হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামী মাসের ৮ তারিখে অনুষ্ঠিত হবে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)