‘অপারেশন সিন্দুর’( Operation Sindoor) এর সাফল্যের পর বিজেপি, আজ থেকে দেশ জুড়ে ১১ দিন ব্যাপী তিরঙ্গা যাত্রা (11 Day Long Tiranga Yatra) র আয়োজন করছে। মোদী সরকারের সংকল্পবদ্ধ নেতৃত্ব ও সশস্ত্র বাহিনীর বীরত্বকে মানুষের কাছে পৌঁছে দিতে, বিজেপির আউটরিচ কর্মসূচীর অঙ্গ হিসেবে এটি আয়োজন করা হয়েছে। চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত চলা এই প্রচারাভিযানে, অবসরপ্রাপ্ত সেনা ও সমাজ কর্মী ছাড়াও, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হবে।

 

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, এর মধ্যে দিয়ে সন্ত্রাসবাদ ও পাকিস্তানের বিরুদ্ধে অনমনীয় মনোভাবেরপ্রতিফলন ঘটেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি সভাপতি বলেছেন, প্রধানমন্ত্রী ‘অপারেশন সিন্দুর’-এ ভারতীয় সশস্ত্রবাহিনীর শৌর্য-বীর্যের উল্লেখ করে আরো একবার পাকিস্তানকে সতর্ক করে দিয়েছেন । শ্রীমোদীর ভাষণে প্রশংসা করে তিনি বলেন, ভারত সারা বিশ্বেবুদ্ধের বাণী তুলে ধরেছে কিন্তু সেই শান্তির পথ শক্তির মধ্যে দিয়ে গেছে।  কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রগতিশীল ওশক্তিশালী ভারত, উন্নত দেশ হিসেবে দ্রুত আত্মপ্রকাশ করছে।দেশের প্রতিটি মানুষের সুরক্ষা, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারএবং সরকার, সন্ত্রাসবাদকে সম্পূর্ণ নির্মূল করতে দায়বদ্ধবলে শ্রীনাড্ডা তাঁর বার্তায়  দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)