লোকসভায় দাঁড়িয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে একের পর এক কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া বলেন, মণিপুরের হিংসা এই সরকারের সবচেয়ে বড় ব্যার্থতা। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে গিয়ে তাকে ডাবল ইঞ্জিন সরকার বলেও কটাক্ষ করেন তৃমমূল কংগ্রেস সাংসদ। মণিপুর যখন থেকে উত্তপ্ত হয়,তখন থেকে এখনও পর্যন্ত ৬ হাজার ৫০০ এফআইআর দায়ের করা হয়েছে সেখানে।মাত্র ৩  মাসে এত এফআইআর কোন রাজ্যে  হয়েছে বলে প্রশ্ন তোলেন মহুয়া। মণিপুরে ৪ হাজার  বাড়ি ক্ষতিগ্রস্থ, ৬০ হাজার মানুষ আশ্রয়হীন। কোন রাজ্যে এমন হয়েছে বলেও কেন্দ্রের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন কৃষ্ণনগরের সাংসদ। যা নিয়ে বৃহস্পতিবার ফের তেতে ওঠে লোকসভার অধিবেশন।

 

মহুয়া মৈত্রের একের পর এক আক্রমণে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)