টোকিও প্যারালিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অবনী লেখরা, এ বার প্যারিসের প্যারালিম্পিকে সেই সোনা ধরে রাখার লক্ষ্যে নেমেছিলেন তিনি। ধারা বজায় রেখে  তাতেও সফল হলেন ভারতের প্যারা শুটার। অবনীর মুখে সোনার হাসি ফোঁটার পাশাপাশি ভারতের আর এক প্যারা শুটার মোনা আগরওয়াল প্যারিস প্যারা গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ বিভাগে ২২৮.৭ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পেয়েছেন। কোরিয়ার ইউরি লি ২৪৬.৮ পয়েন্ট অর্জন করে এই ইভেন্টে রুপো পেয়েছেন।

প্রথম ভারতীয় মহিলা হিসেবে  টোকিও ও প্যারিস দুই প্যারালিম্পিকে জোড়া সোনা জেতার রেকর্ড অবনীর। একই ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন মোনা আগরওয়াল এর। ভারতের দুই পদক প্রাপককে টুইট বার্তায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী। দেখুন সেই বার্তা-

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)