১৫ বছরের কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে কেরলে গ্রেফতার যাজক
১৫ বছরের এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে একটি অর্থোডক্স চার্চের এক যাজককে গ্রেফতার করল কেরল পুলিশ। ঘটনাটি ঘটেছে কেরলের এর্নাকুলাম গ্রামীণ পুলিশের অধীনস্ত মুভাট্টুপুঝা এলাকায়।
১৫ বছরের এক কিশোরীর (Minor Girl) শ্লীলতাহানির (molestation) অভিযোগে একটি অর্থোডক্স চার্চের এক যাজককে (orthodox church priest) গ্রেফতার করল (arrest) কেরল পুলিশ (Kerala Police)। ঘটনাটি ঘটেছে কেরলের এর্নাকুলাম গ্রামীণ পুলিশের অধীনস্ত মুভাট্টুপুঝা (Muvattupuzha) এলাকায়।
এপ্রসঙ্গে শুক্রবার এর্নাকুলাম গ্রামীণ পুলিশের (Ernakulam Rural Police) তরফে জানানো হয়েছে, গত ৩ এপ্রিল পাঠানমথিত্তার (Pathanamthitta) বাসিন্দা শেমাভুন রাম্বা নামে ওই যাজকের বিরুদ্ধে মুভাট্টুপুঝা এলাকায় এক ১৫ বছরের কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে। এরপরই তাকে সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন: Asaduddin Owaisi On Atiq Ahmed's Murder: আতিক আহমেদের খুনিদের সঙ্গে নাথুরাম গডসের তুলনা আসাদউদ্দিন ওয়েইসির
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)