যুদ্ধ বিধস্ত সুদান থেকে ভারতে এসে ফিরল আরও একটি দল।শনিবার ২৩১ জনের একটি দলকে জেদ্দা থেকে দিল্লিতে উড়িয়ে নিয়ে আসা হল। এর আগে বেশ কয়েকটি ধাপে বেশ কিছু মানুষকে সুদান থেকে জেদ্দা এবং তারপর জেদ্দা থেকে ভারতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়।

ভারতে এসে তারা দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি। স্লোগানও দিতে থাকেন তারা। দুই সেনা প্রধানের মধ্যে ক্ষমতার লড়াইয়ে ক্ষতবিক্ষত সুদান। আরএসএফের প্রধানের তরফ থেকে জানানো হয়েছে লড়াই শেষ না হওয়া পর্যন্ত কোন আলোচনা চালাবে না তারা।তাই এই মূহূর্তে সংকটের মুখে দেশটি।

এই পরিস্থিতিতে সেখানে থাকা মানে বিপদ ডেকে আনা।তাই শুধু ভারত নয়, এর পাশাপাশি সৌদি আরব, ব্রিটেন, আমেরিকা সহ অন্যন্য দেশ থেকে আসা মানুষেরাও ফিরে যাচ্ছেন তাদের নিজেদের দেশে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)