দুবাই (Dubai) থেকে অসুস্থ সেজে পুনেতে এসেছিলেন এক ব্যক্তি। যাতায়াতের জন্য ব্যবহার করছিলেন হুইল চেয়ার। আর সেই চেয়ার থেকে উদ্ধার হল ৭৮.১ লক্ষ টাকার সোনা। জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে আগে থেকেই পুনে বিমানবন্দরে নজরদারি বাড়িয়েছিলেন কাস্টমসের আধিকারিকরা। এরপর সন্দেহভাজন ওই ব্যক্তিকে এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় চেয়ারসহ আটক করে আধিকারিকরা। তল্লাশি করে উদ্ধার হয় ২৪ ক্যারেটের ১০৮৮.৩০ গ্রাম সোনার পেস্ট। এই সোনাগুলি চেয়ার সঙ্গে লাগানো পাইপের মধ্যে প্লাস্টিক প্যাকেটে মোডা ছিল। এছাড়া কয়েকটি গোটা সোনার বিস্কুটও উদ্ধার হয়েছে ওই ব্যক্তির থেকে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছেন আধিকারিকরা। সেই সঙ্গে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)