ট্যাঙ্কারের (Tanker) সঙ্গে বাসের (Bus) সংঘর্ষ হলে আতঙ্কের পরিবর্তে চিৎকার, চেঁচামেচি জুড়ে দিলেন স্থানীয়রা। ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষে যখন ২ জন আহত হন তখন দুর্ঘটনার দিকে কেউ খেয়াল করলেন না। উলটে তেলের (Oil) ট্যাঙ্কার থেকে যাতে পর্যাপ্ত তেল লুটে নেওয়া যায়, সেই কাজ শুরু করেন স্থানীয়রা। শুনতে অবাক লাগলেও, লখনউ-আগ্রা জাতীয় সড়কে এবার এমনই একটি ছবি ধরা পড়ে। লখনউ-আগ্রা জাতীয় সড়কে তেলের ট্যাঙ্কারের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হলে পরপর ২ জন আহত হন। এরপর ট্যাঙ্কার থেকে তেল বের করে নিতে সেখানে বালতি, গামলা নিয়ে হাজির হয়ে যান স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি সেখানে পৌঁছয়। তবে স্থানীয়দের বালতি নিয়ে ছোটাছুটির ছবি দেখে অবাক হয়ে যান প্রশাসনের কর্মীরাও। চাল থেকে যে তেল তৈরি করা হয়, সেই তেলই ভর্তি ছিল ওই ট্যাঙ্কারে। ফলে নিজেদের বালতিতে তেল ভরতে ব্যস্ত হয়ে পড়েন বহু মানুষ। পরে পুলিশি তৎপরতায় দুর্ঘটনাস্থল কালি করা হয় এবং আহতদের ভর্তি করা হয় হাসপাতালে।
দুর্ঘটনার পর ট্যাঙ্কার থেকে বালতিতে তেল ভরতে ব্যস্ত স্থানীয়রা...
आगरा-लखनऊ एक्सप्रेसवे फतेहाबाद
पर राइस आयल से भरे टैंकर और बस में भिड़ंत,2 सवारी घायल,तेल से भरे टैंकर से तेल लूटने के लिए दौड़े लोग,हाथों में बाल्टी,ड्रम,कट्टी लेकर तेल लूटते लोग,पुलिस के मना करने पर भी नहीं माने ग्रामीण तो पुलिस ने बल प्रयोग कर खदेड़ा,
@Uppolice @agrapolice pic.twitter.com/Wyu1Y7LPTg
— Naseem Ahmad Journalist NDTV (@NaseemNdtv) March 19, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)