ওড়িশার (Odisha) কটক রেল স্টেশনের কাছে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার সপ্তাহের প্রথমদিনই ব্যহত রেল পরিষেবা। কটক স্টেশনের (Cuttack Station) অদূরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের একটি কামরা উলটে পড়ে রয়েছে। পাশের ট্র্যাকের উপর গিয়ে পড়েছে কামরাটি। যার ফলে ওই ট্র্যাক দিয়ে ট্রেন চলাচল কিছু সময়ের জন্যে ব্যহত হয়। মালগাড়ি লাইনচ্যুত হতেই ঘটনাস্থলে পৌঁছয় রেলকর্মীরা। শুরু করে উদ্ধার কাজ। কটকের সহকারী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শুভ্রজিৎ মণ্ডল বলেন, 'মালগাড়ি লাইনচ্যুত হওয়ার পিছনে সাধারণত ২-৩টি সম্ভাব্য কারণ থাকে। কখনও কখনও এটি ট্র্যাকের ত্রুটির কারণে হয়। কখনও অতিরিক্ত গতির কারণে হয়। কখনও আবার ওয়াগনে সমস্যা হলে পণ্যবাহী ট্রেন বেলাইন হয়। এদিন ঘটনাস্থল পরিদর্শনে এসে জানা গিয়েছে, অসম লোডিংয়ের কারণে মালগাড়িটি বেলাইন হয়েছে'।

কটক স্টেশনের অদূরে লাইনচ্যুত মালবাহী ট্রেনঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)