গোটা দেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশায় চলছে বিধানসভা নির্বাচন। চতুর্থ ও পঞ্চম দফার ভোটে সেখানে বিধানসভা আসনগুলিতেও ভোট হয়। এবার ভারতীয় জনতা পার্টি পাখির চোখ করেছে ওড়িশাকে।ক্ষমতাসীন বিজেডিকে হারাতে কোন খামতি রাখছে না তাঁরা। উপরি পাওনা বিজেডি ছেড়ে বিজেপিতে বিধায়কদের যোগদান। ভোট শুরু হওয়ার আগে  একজন বর্তমান সাংসদ এবং দুই প্রাক্তন বিধায়ক বিজেডি থেকে পদত্যাগ করেছেন। তারপর চতুর্থ দফা ভোটের আগে বিজেডি ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন বিজেডি বিধায়ক পরশুরাম ধাদা, রমেশ চন্দ্র সাই, অরবিন্দ ঢালী, প্রেমানন্দ নায়ক এবং সীমারানি নায়ক। তাঁরা  দল থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে রবিবার পঞ্চম দফা ভোটের আগে  নিমাপাড়ার বিজেডি বিধায়ক সমীর রঞ্জন দাশ বিজেডি ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। পদত্যাগের পর তিনি বলেন  "বিজেডি নেতৃত্বের উপর আস্থা হারিয়ে আমি বিজেপিতে যোগ দিয়েছি"।

এবার ওড়িশার ৪ জন বিধায়ককে বিজেডি থেকে বিজেপিতে যাওয়ার কারণ দর্শাতে বলে রাজ্য বিধানসভা শোকজ নোটিশ জারি করেছে। তাদের ২৭ মে এর মধ্যে জবাব দিতে বলা হয়েছে। যে চারজনের কাছে শো কজ নোটিশ গেছে তাঁরা হলেন - বিধায়ক সমীর রঞ্জন দাশ, বিধায়ক সীমারানি নায়ক, পরশুরাম ধাদা ও রমেশচন্দ্র সাই। দেখুন সেই নোটিশ-

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)