বুধবার রাতে বিহারের বক্সারের রঘুনাথপুর স্টেশনে নর্থ-ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে আনন্দ বিহার থেকে কামাখ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেসের ২১টি বগি লাইনচ্যুত হয়েছে।তবে কেন এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি।  এখনও অবধি এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক যাত্রী আহত হয়েছেন।

ইতিমধ্যে রেলের তরফে বক্সারের রঘুনাথপুর স্টেশনে লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে বোর্ড দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এ জন্য বিশেষ দলও গঠন করা হয়েছে। দুর্ঘটনার সব পয়েন্টে তদন্ত করা হচ্ছে। জানা গিয়েছে প্রথমে  দুটি এসসি থ্রি টায়ার কোচ উল্টে যায় এবং চারটি বগি লাইনচ্যুত হওয়ার জেরেই এই দুর্ঘটনা ঘটে। ওই ছয়টি বগির পর একে একে মোট ২১টি বগি লাইনচ্যুত হয়।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)