বিহারে আস্থা ভোটে জিততে চলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গতকাল রাতের টানটান উত্তেজনার পর আস্থা ভোটের আগে বিধানসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করা হয়। স্পিকার বা অধ্যক্ষকে অপসারণের নির্বাচনে ১২৫-১১২ ভোটে জিতল এনডিএ-র শিবিরে থাকা নীতীশ কুমারের সরকার। ফলে অপসারিত হলেন স্পিকার। এবার হবে আস্থা ভোটে। আঁচ পাওয়া গেল আস্থা ভোটে জিততে কোনও অসুবিধাই হবে না নীতীশের।
নীতীশের গড় ভাঙানো তো দূরের কথা উল্টে লালু-তেজস্বী যাদবের দল আরজেডি-র তিন বিধায়ক নীতীশের দিকে ভোট দিলেন। আরজেডি বিধায়ক চেতন আনন্দ, নীলম দেবী ও প্রহ্লাদ যাদব নীতীশের দিকে গিয়ে বিধানসভায় সরকারি বেঞ্চে বসেন।স্পিকার অপসারণের আগে রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয় বিধানসভার অধিবেশন। বক্তব্য রাখতে গিয়ে বিহার সরকারের কর্মসংস্থান বৃদ্ধির কথা বলেন রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার।
দেখুন খবরটি
#WATCH | No-confidence motion against Bihar Assembly Speaker and RJD leader Awadh Bihari Choudhary passed in the State Assembly.
125 members voted in favour of the resolution; 112 against. pic.twitter.com/GOiNI6oIhR
— ANI (@ANI) February 12, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)