খালিস্তানী গ্যাংস্টারযোগে দেশের ৬ টি রাজ্যের ৫১ টি স্থানে তল্লাশি চালাল এনআইএ।লরেন্স, বামবিহা এবং আদর্শ দাল্লা গ্যাংয়ের সঙ্গে যুক্তদের বাড়িতে চালানো হয় এই তল্লাশি। বুধবারের সকালেই পঞ্জাবের মগা জেলার তখতপুরায় একটি মদ ব্যবসায়ীর বাড়িতে তলালশি চালানো হয়।
এছাড়া উত্তরাখন্ডের বাজপুর পুলিশ স্টেশন এলাকার কাছে একটি গান হাউজেও চালানো হয় তল্লাশি।কানাডার সঙ্গে সন্ত্রাসযোগে ৪৩ জনের ব্যপারে জানতে রাজ্য পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছে।এছাড়া জনসাধারণের কাছে অপরাধীদের সম্পত্তির ব্যাপারেও জানতে চাওয়া হয়েছে যাতে সেগুলিকে বাজেয়াপ্ত করার ব্যবস্থা করা যায়।
এনআইএ তাদের পোস্টে লরেন্স বিশ্নৌ, যশদীপ সিং, সন্দীপ, কালা রানা, যোগীন্দর সিং সহ আরও বেশ কিছু গ্যাংস্টারের ছবি প্রকাশ করেছে। এনআইয়ের তরফে ইতিমধ্যেই আরও এক সন্ত্রাসবাদী গুরপাটওয়ান্ত সিংয়ের চন্ডীগড় ও অমৃতসরের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
এর আঘে সেপ্টেমবরের ২১ তারিখে পাঞ্জাবে প্রায় ১ হাজার স্থানে তল্লাশি চালায় এনআইএ।পাঞ্জাব পুলিশের সঙ্গে যৌথ সহযোগীতায় এই অভিযান চালানো হয়েছিল এনআইএর তরফে।
#WATCH | NIA raids underway in Punjab's Moga
National Investigation Agency (NIA) is conducting raids across 6 states in 3 cases in 51 locations belonging to associates of Lawrence Bambiha and Arsh Dalla gangs: NIA pic.twitter.com/LFuiqdiufR
— ANI (@ANI) September 27, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)