এমন একটা দেশে আমরা বাস করছি৷ যেখানে মানবিকতা তলানিতে ঠেকতে ঠেকতে প্রায় নিশ্চিহ্ন৷ দেশের সরকার মহামারী পরিস্থিতির সুরাহা করার বদলে নিজেদের কাজের বিজ্ঞাপন দিতে ব্যস্ত৷ আর দুরাচারীরা ভাল মানুষের কাজে ব্যাঘাত ঘটাতে যা না তাই করে চলেছে৷ এবার এমনই এক প্রতারকদের চিহ্নিত করলেন আপামর ভারতবাসীর ভরসা সোনু সুদ৷ গতবছর লকডাউন শুরুর সময় থেকে তিনি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন৷ দিন যত গেছে ততই মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক আরও মজবুত হয়েছে৷  অসহায়ের সহায় হয়ে বার বার সাহায্যের হাত বাড়িয়েছেন৷ এবার সেই সোনু সুদের নাম ভাঙিয়ে  ভুয়ো চক্র খুলে করোনাকালে অনুদান সংগ্রহের কাজ শুরু করেছিল জালিয়াতদের একটা দল৷ সংস্থার নামও দিয়েছে সুদ ফাউন্ডেশন৷ বিষয়টি অভিনেতার দৃষ্টি এড়ায়নি৷ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো সংস্থার পোস্ট দেখেই নেটিজেনদের সতর্ক করেছেন তিনি৷   বলেছেন, তাঁর ছবি ও পদবী দিয়ে চালু হওয়া সংস্থাটি ভুয়ো৷ এখানে একটি ফোন নম্বর দিয়ে করোনাকালে অনুদান দেওয়ার প্রচার চলছে৷ এই ফাঁদে কেউ পা দেবেন না৷ সোনু সুদ এমন কোনও সংস্থা খোলেননি৷ 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)