ডেটিং অ্যাপে (Dating App) প্রতারণা করে এক ব্যবসায়ীর থেকে ৩৩ লক্ষ টাকা লুট করল এক যুবক। বুধবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে নাভি মুম্বই থানার পুলিশ। জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে একটি ভুয়ো প্রোফাইল বানিয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে চ্যাট করত দেরাদুন নিবাসী যুবক বছর ২৪-এর সঞ্জয় কালিয়াচন্দ মীনা। ধীরে ধীরে সম্পর্ক গভীর হয় এবং ডেটিং অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে তাঁদের যোগাযোগ হয়। এবং তারপর ওই ব্যবসায়ীর থেকে ৩৩ লক্ষ ৩৭ হাজার ৭০ টাকা হাতিয়ে নেয়। এই টাকা হাতিয়ে নেওয়ার পর থেকেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপরেই প্রতারিত হয়েছে এই সন্দেহে ওই ব্যবসায়ী নাভি মুম্বই থানায় অভিযোগ দায়ের করে।
ডেটিং অ্যাপে প্রতারণা
সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৩০ মার্চ ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত তাঁদের যোগাযোগ ছিল। তারপরেই টাকা হাতানো হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে কয়েক মাস ওই ব্যবসায়ী পুলিশে গিয়ে অভিযোগ জানাতে ভয় পাচ্ছিল। অবশেষে সম্প্রতি থানায় গিয়ে সবটা জানালে পুলিশ তদন্ত শুরু করে। আর তদন্তসূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে। যদিও মীনার জন্ম রাজস্থানে। এবং পেশায় সে একজন ইঞ্জিনিয়র। তবে দীর্ঘদিন ধরেই তার হাতে কোনও চাকরি ছিল না। সেই কারণে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা জাল ছড়াত।
পুলিশি হেফাজতে প্রতারক
এদিকে তদন্তে তাঁর লোকেশন ট্র্যাক করার পর গত ২৩ জানুয়ারি পুলিশ তাঁকে গ্রেফতার করে। আজ তাঁকে আদালতে তোলা হলে বিচারপতি তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার গাড়ি, ল্যাপটপ, ম্যাকবুক, দামী মোবাইল এবং বেশ কয়েকটি জাল নথি ও সিমকার্ড।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)