ঝাড়খণ্ড : আজ ‘জনজাতি গৌরব দিবস’। সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী বিরাসা মুন্ডার জন্মদিবস। প্রধানমন্ত্রী বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে তাঁর গ্রাম ঝাড়খণ্ড রাজ্যের খুন্তি জেলার প্রত্যন্ত গ্রাম উলিহাতুতে পৌঁছেছেন। এই প্রথম কোনও ভারতীয় প্রধান মন্ত্রী বিরাসা মুন্ডার গ্রামে পা রাখলেন। ১৮৭৫ সালের ১৫ নভেম্বর তৎকালীন বাংলা প্রদেশের রাঁচীতে জন্মগ্রহন করেন বিরাসা মুন্ডা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপজাতী    বিদ্রোহের অন্যতম নেতৃত্ব দেন তরুণ বিরসা। আদিবাসী সমাজের কাছে তিনি বিরসা ভগবান বলে পরিচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তিন বছর আগে ‘মন কি বাত’-এ বিরসা মুন্ডার সমাজের প্রতি অবদান স্মরণ করে তাঁর জন্ম-জয়ন্তীকে 'জনজাতি গৌরব দিবস' (Janjatiya Gaurav Divas) হিসাবে ঘোষণা করেন। মঙ্গলবার সন্ধ্যায় বিরসা মুন্ডা এয়ারপোর্টে নামেন নরেন্দ্র মোদি । সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

দেখুন

বিরাসা মুন্ডার জন্মদিবস উপলক্ষ্যে প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেল থেকেও শ্রদ্ধাজ্ঞাপন করেন।

দেখুন

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)