নয়াদিল্লিঃ সিনেমার (Cinema) চেয়ে কোনও অংশে কম নাটকীয় নয় এই ঘটনা। দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের হাত থেকে বাঁচালেন গ্রামবাসীরা। ২০ কিলোমিটার পথ ধাওয়া করে দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার করা হল কিশোরীকে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধার গ্রামে। জানা গিয়েছে, সোমবার সড়কের উপর দাঁড়িয়ে ছিলেন ওই নাবালিকা। সেই সময় একটি বোলেরো গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে তিনজন নেমে জোর করে কিশোরীকে গাড়িতে তুলে চম্পট দেয়। এরপরই ওই গাড়ির পিছু নেয় স্থানীয় কয়েকজন যুবক। প্রায় ২০ কিলোমিটার রাস্তা ধাওয়া করা হয়। শেষে অম্বাপুর রোডের কাছে ছাগলের পালে ধাক্কা মেরে বিকল হয়ে যায় দুষ্কৃতীদের গাড়ি। প্রাণের ভয়ে গাড়ি রেখে পালায় তিন দুষ্কৃতী। এরপরই উদ্ধার করা হয় ওই কিশোরীকে।
সিনেমার চিত্রনাট্যকে হার মানাবে এই ঘটনা! ২০ কিলোমিটার পথ ধাওয়া করে অপহরণের হাত থেকে কিশোরীকে বাঁচালেন গ্রামবাসীরা
On Camera, Madhya Pradesh Girl Kidnapped, Then A 20-Km Chase To Rescue Herhttps://t.co/ulDszfWz9d pic.twitter.com/8gy2x13HfU
— NDTV (@ndtv) September 23, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)