ওডিশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার জেরে বাতিল হল দেশের ১৯তম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন। আজ, শনিবার উদ্বোধন হওয়ার কথা ছিল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের। কিন্তু ভয়বাহ ট্রেন দুর্ঘটনার শোকের কারণে গোয়ার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার দিন পিছিয়ে দেওয়া হল।

এদিন সকাল ১০.৩০ নাগাদ মাঁদগাও স্টেশন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পতাকা নেড়ে সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে ওডিশা ও তামিলনাড়ুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত ওই লাইনের ওপর দিয়ে চলা ৪৩টি ট্রেন বাতিল করা হয়েছে, অন্য লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ৩৮টি ট্রেনকে।

এদিকে, করমণ্ডল দুর্ঘটনার ধরন দেখে রেলমন্ত্রকের ওপর ক্ষোভ বাড়ছে। এত বড় রেল দুর্ঘটনার পরেও কেন রেলমন্ত্রী পদত্যাগ করছেন না, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।

দেখুন টুইট

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)