নয়াদিল্লিঃ মজা করতে গিয়ে বিপত্তি। ঘুমন্ত অবস্থায় পড়ুয়ার চোখে (Eye) আঠা ঢালল আর এক পড়ুয়া। এর জেরেই আট পড়ুয়ার দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা। ঘটনাটি ঘটেছে ওড়িশার কন্ধমাল জেলার সালাগুড়ার সেবাশ্রম স্কুলের হোস্টেলে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষককে। জানা গিয়েছে, খেলার ছলে ৮ পড়ুয়ার চোখে আঠা ঢেলে দেওয়া হয়। এরফলে আটকে যায় তাদের চোখের পাতা। ঘুম থেকে উঠে চোখ খুলতে না পেরে চিৎকার করে তারা। এরপরই তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পাঠানো হয় ফুলবনির জেলা হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই পড়ুয়ারা।

মজার ছলে চোখে ঢালা হল আঠা, দৃষ্টিশক্তি হারাতে বসল ৮ হোস্টেল পড়ুয়া

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)