দ্বারকেশ্বর নদীর উপর তৈরি অস্থায়ী রাস্তা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বিষ্ণুপুর, ইন্দাস ও পাত্রসায়রের হাজার হাজার মানুষ। কয়েক দিন ধরে বৃষ্টিপাতের জেরে নদীর জলস্রোত বেড়ে যাওয়ায় প্রকাশ ঘাটের ওই অস্থায়ী রাস্তা নদীর জলে তলিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইট ও পাথর ফেলে নদীর উপর দিয়ে তৈরি এই অস্থায়ী রাস্তাই ছিল ইন্দাস ও পাত্রসায়র এলাকার মানুষদের বিষ্ণুপুরে যাওয়ার অন্যতম মাধ্যম। চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, পড়াশোনা ও প্রশাসনিক কাজে প্রতিদিন বহু মানুষ এই রাস্তা ব্যবহার করতেন। কিন্তু বিগত ৩ দিন ধরে প্রবল বর্ষণে দ্বারকেশ্বর নদীর জলস্তর বেড়ে যায়। নদীর প্রবল স্রোতে রাস্তার উপর দিয়ে জল বয়ে যেতে থাকায় শেষমেশ রাস্তার বেশিরভাগ অংশই ভেঙে যায়। বর্তমানে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কারণ, বিকল্প পথ দিয়ে বিষ্ণুপুর যেতে হলে ঘুরপথে অন্তত ৮ কিলোমিটার বেশি রাস্তা পাড়ি দিতে হয়। ইন্দাস ও পাত্রসায়রের বাসিন্দাদের দাবি, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)