ছত্তিশগড়ে (Chhattisgarh) ভয়াবহ বিস্ফোরণ (IED Blast)। নতুন বছরে ভয়াবহ বিস্ফোরণে নতুন করে কেঁপে উঠল ছত্তিশগড়ের বিজাপুর (Bijapur)জেলার দান্তেওয়াড়া। দান্তেওয়াড়ায় নিরাপত্তারক্ষীদের গাড়িতে আইইডি বিস্ফোরণ হয়। মাওবাদী হামলার পর আইজি বাস্তার এই খবরের সত্যতা প্রকাশ করেন। দান্তেওয়াড়ায় বিস্ফোরণ হতেই ফের ভয়ের পরিবেশ ছড়াতে শুরু করে। সূত্রের খবর, দান্তেওয়াড়ার কারকেলি- কুতরুর রাস্তায় নিরাপত্তারক্ষীদের গাড়িতে আইইডি বিস্ফোরণ হয়। ফলে বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী শহিদ হতে পারেন বলে খবর। প্রসঙ্গত গত শনিবার থেকে দান্তেওয়াড়ায় নিরাপত্তা রক্ষী জওয়ানদের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ শুরু হয়। ৩ দিনের মাথায় মাওয়াবাদীদের রাখা আইইডিতে বিস্ফোরণ হতেই আতঙ্ক ছড়ায়। মাওবাদী বিরোধী অভিযান চালানোর সময়ই শনিবার দান্তেওয়াড়ার নারায়ণপুরে প্রথম নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। যার জেরে রবিবার পরপর ৪ মাওবাদীর নিহত হওয়ার খবর মেলে। পরে আরও একজনের মৃত্যুর খবর মেলে। ওই ঘটনার পর সোমবার আইইডি বিস্ফোরণের জেরে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীর শহিদ হওয়ার খবর আসছে। জানা যায়, মাওবাদীদের রাখা আইইডি ফেটে ৯ জনের মৃত্যুর খবর মেলে।

ছত্তিশগড়ে ফের আইইডি বিস্ফোরণ...

 

বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী জওয়ান শহিদ হতে পারেন বলে খবর...

 

তবে সময় গড়াতেই জানা যায়, ছত্তিগড়ে আইইডি বিস্ফোরণের জেরে ৯ জওয়ান শহিদ হয়েছেন...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)