এক দেশ এক নির্বাচন (One Nation One Election) নিয়ে কোবিন্দ কমিটির রিপোর্ট ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে মন্ত্রিসভায়। আগামী অধিবেশনে এই বিল পেশ করবে মোদী সরকার। তবে রিপোর্ট পাশ হওয়ার পর থেকেই এর বিরোধীতা শুরু করেছে বিরোধী দলগুলি। কংগ্রেস তো প্রথম থেকেই এর সমালোচনা শুরু করে দিয়েছে। এবার এই নিয়ে কংগ্রেসের পাশে দাঁড়ালো সিপিএমও। নেত্রী বৃন্দা কারাটের (Brinda Karat) দাবি, "সিপিএম প্রথম থেকেই এর কড়া বিরোধীতা করে এসেছে। যখনই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই কমিটি গঠন করা হচ্ছিল, তখনই আমরা বলেছিলাম এটা আমাদের সংসদীয় প্রক্রিয়া ও কাঠামোর ওপর সরাসরি আক্রমণ হবে। এর মাধ্যমে বিধানসভা নির্বাচন তো বটেই, পঞ্চায়েত নির্বাচনকেও কেন্দ্র সরকারের অধীনে করাতে চাইছে বিজেপি। কীভাবে রাজ্যের সরকাগুলিকে ভেঙে ফেলবে কেন্দ্র সরকার। এই রিপোর্ট সংসদ বিরুদ্ধ"।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)