অযোধ্যা, ২৫ জুলাইঃ হৃদয়বিদায়ক ঘটনা! এক বৃদ্ধা মহিলাকে তাঁর পরিবারের লোকেরা রাতের অন্ধকারে রাস্তায় ফেলে দিয়ে চলে গেলেন। হাঁটাচলা করার ক্ষমতা পর্যন্ত ছিল না ওই বৃদ্ধার। ওই ভাবেই রাস্তায় পড়ে রইলেন ঘণ্টার পর ঘণ্টা। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরের দিন সকালে পুলিশ যখন ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা চলাকালীন মারা যান তিনি। জানা যাচ্ছে, ওই বৃদ্ধা ক্যানসারের (Cancer) সঙ্গে লড়াই করছিলেন।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায় (Ayodhya) দর্শন নগর মেডিকেল কলেজের কাছে রাত ২টো নাগাদ তিনজন এসে ক্যানসার আক্রান্ত ওই বৃদ্ধাকে রাস্তার এক ধারে শুয়ে দিয়ে যান। রাস্তার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে তাঁদের সেই কুকর্ম। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। চরম অমানবিকতার এমন  নিদর্শন দেখে হতবাক গোটা নেটবাসী।

ক্যানসার আক্রান্ত বৃদ্ধাকে রাস্তায় ফেলে দিয়ে গেল পরিবার

প্রায় ৮ ঘণ্টা ওই ভাবেই রাস্তায় ধারে পড়ে ছিলেন বৃদ্ধা। পরের দিন সকাল হতে স্থানীয়দের চোখে পড়ে বিষয়টা। তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ এসেছে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু তাতেও লাভ হল না। চিকিৎসা চলাকালীন মারা যান তিনি।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)