মেদুগুরি: মুখোমুখি ধাক্কা (head-on collision) মেরেছিল দুটি বাস (Bus)। সেই অবস্থাতে তাদের ফের এসে সজোরে ধাক্কা মারে আরও একটি বাস। এর ফলে বাস তিনটিতে আগুন (fire) লেগে মৃত্যু (death) হল কমপক্ষে ৩৭ জনের। জখমের সংখ্যাও অনেক ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার Nigeria) উত্তর-পূর্বে অবস্থিত মেদুগুরি (Maiduguri) শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত জাকানা গ্রামের (Jakana village) কাছে। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন রোড সেফটি ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। নাইজেরিয়ার প্রশাসনের পক্ষ থেকেও জখমদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে উদ্ধারকারী দলের লোকজন বলছেন, মৃতদের দেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে তাঁদের শনাক্ত করা যায়নি। জখমদের মধ্যেও অনেকের শরীরের প্রচুর অংশ পুড়ে গেছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)